পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে একটি বড় স্বর্ণ চোরা চালানোর প্রচেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ’র দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন ৩২তম ব্যাটালিয়নের বনপুর সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।
বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টার সময় বিভিন্ন আকৃতির ১০টি স্বর্ণের বার উদ্ধার করে। সেইসাথে গ্রেফতার করা হয় এক ভারতীয় পাচারকারীকে।
জব্দকৃত স্বর্ণের মোট ওজন আনুমানিক ১.৭৪৫ কেজি, যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৫৭৫ রুপি।
স্বর্ণের সম্ভাব্য চোরাচালানোর তথ্য পেয়ে মঙ্গলবার বাহিনীর ৩২তম ব্যাটালিয়নের জওয়ানদের একটি ছোট দল বনপুর সীমান্ত এলাকায় একটি অতর্কিত অভিযানের পরিকল্পনা করে। কাঁটা তারের বেড়ার কাছে লুকিয়ে পাচারকারীদের জন্য অপেক্ষা করতে থাকে জওয়ানরা। কিছুক্ষণ পর জওয়ানরা সীমান্তবর্তী ফুলবাড়ি (বানপুর) গ্রাম থেকে একজন সন্দেহভাজন ভারতীয় পাচারকারীকে আসতে দেখে। সন্দেহভাজন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্তে পৌঁছে বাংলাদেশ থেকে ফেলে দেওয়া দুইটি প্যাকেট তুলে নিয়ে যায়।
পরে সন্দেহভাজন ব্যক্তি প্যাকেটগুলো নিয়ে ভারতের দিকে ফিরে আসতে শুরু করার সাথে সাথেই জওয়ানরা তাকে ঘিরে ফেলে এবং থামার নির্দেশ দেয়। পাচারকারী বুঝতে পারে যে, তাকে ঘিরে ফেলা হয়েছে, সে পালানোর চেষ্টা করে। এসময় পাচারকারীকে থামতে সতর্ক করে জওয়ানরা আকাশে এক রাউন্ড পাম্প অ্যাকশন গান (গোলাবারুদ) থেকে গুলি চালায়। গুলি শুনে ভীত হয়ে পড়ে ওই পাচারকারী এবং বিএসএফ জওয়ানরা সন্দেহভাজন ব্যক্তিকে দ্রুত ধরে ফেলে।
আটককৃত পাচারকারীর কাছ থেকে ৪টি বড়, ৫টি মাঝারি এবং একটি ছোট স্বর্ণের টুকরো সমেত দুইটি ছোট প্যাকেট উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণসহ গ্রেফতার পাচারকারীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই