মঙ্গলবার লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা লঙ্ঘন করেছে ইসরায়েল। তেল আবিব ঘোষণা করেছে, তারা লেবাননের সীমান্তের মধ্যে পাঁচটি "কৌশলগত" স্থানে সেনা রাখবে।
২৭ নভেম্বর ইসরায়েল এবং লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে তেল আবিবকে লেবাননের অধিকৃত এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু ইসরায়েল চুক্তি মেনে চলতে অস্বীকৃতি জানানোর পর এই সময়সীমা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে গেছে। যুদ্ধবিরতি অমান্য করে এবং হিজবুল্লাহর সতর্কবার্তা সত্ত্বেও যে সরকার চুক্তি লঙ্ঘন করছে। তারা দক্ষিণ লেবাননের পাঁচটি কৌশলগত স্থানে তার বাহিনীকে থাকার নির্দেশ দিয়েছে।
সোমবার ইসরায়েলি সামরিক মুখপাত্র নাদাভ শোশানি বলেন, যাতে আমরা আমাদের বাসিন্দাদের রক্ষা করতে এবং তাৎক্ষণিকভাবে কোনও হুমকি না থাকে তা নিশ্চিত করতে পারি সে জন্য ইসরায়েলি সেনারা আপাতত লেবাননের ফাঁড়িতে অবস্থান করছে।
৭ অক্টোবর, ২০২৩ তারিখে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর, হিজবুল্লাহ ফিলিস্তিনিদের জন্য একটি সমর্থন ফ্রন্ট খুলেছিল, অধিকৃত ভূমিতে লক্ষ্যবস্তুতে অসংখ্য প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছিল।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল