পাকিস্তানে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর চার সেনা নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
সোমবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় ত্রাণবাহী ট্রাকের একটি কনভয়ের উপর হামলায় একজন চালক এবং নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পর কর্তৃপক্ষ অতিরিক্ত সেনা পাঠায়। এর কয়েক ঘণ্টা পরই এই অতর্কিত হামলা চালানো হয়।
কুররামে রাতভর এই অতর্কিত হামলায় নিরাপত্তা বাহিনীর অনেক কর্মীও আহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে প্রতিদ্বন্দ্বী শিয়া ও সুন্নি উপজাতিদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৩০ জন নিহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, কুররামের প্রধান শহর পারাচিনারে যাওয়ার পথে বেশ কয়েকটি ট্রাক লুটপাট ও পুড়িয়ে দেওয়া হয়েছে।
পারাচিনারের একটি হাসপাতালের চিকিৎসক কায়সার আব্বাস বলেছেন, তারা সোমবার রাতে কুররাম থেকে চার নিরাপত্তা বাহিনীর মৃতদেহ পেয়েছেন। যেখানে কর্তৃপক্ষ উল্লেখ করেছে, হামলার অপরাধীদের ধরার জন্য একটি বৃহৎ পরিসরে অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে।
সাম্প্রতিক হামলার দায় এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি। তবে সন্দেহ করা হচ্ছে যে সুন্নি বিদ্রোহীরা এই হামলার চালাতে পারে।
সূত্র: এপি
বিডি প্রতিদিন/নাজমুল