যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ২ হাজার পাউন্ড ওজনের এমকে-৮৪ বোমার একটি চালান ইসরায়েলে পৌঁছেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গোলাবারুদের চালান ইসরায়েলে এসেছে, সেটি ট্রাম্প প্রশাসনের পাঠানো। এগুলো বিমানবাহিনী ও আইডিএ্রেফর জন্য গুরুত্বপূর্ণ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিত্রতার আরেকটি প্রমাণ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেন প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। তারপরই বিধ্বংসী বোমার চালানটি ইসরায়েলে পৌঁছায়।
এই বোমা পুরু কংক্রিট ও ধাতু ভেদ করতে পারে। এর বিস্ফোরণ ব্যাপক এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব।
গাজায় ঘনবসতিপূর্ণ এলাকায় এই বোমা ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে সেই আশঙ্কায় বাইডেন প্রশাসন ইসরায়েলে বোমাটি রপ্তানির অনুমোদন দেয়নি।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর বাইডেন প্রশাসন ইসরায়েলে হাজার হাজার ২ হাজার পাউন্ড ওজনের বোমা পাঠিয়েছিল। তবে পরে একটি চালান আটকে রাখে। গত মাসে ট্রাম্প এ চালানের ছাড়পত্র দেন।
বিডি প্রতিদিন/নাজমুল