ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বড় সাফল্য পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফ’র দক্ষিণবঙ্গ সীমান্তের ১৪৩তম ব্যাটালিয়নের অধীনে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বিঠারি বর্ডার আউটপোস্টে (বিওপি) কর্তব্যরত জওয়ানরা অভিযান পরিচালনা করে।
এসময় একজন ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৫টি স্বর্ণের বার। জব্দকৃত স্বর্ণের ওজন ৩.৪২০ কেজি, যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৯৫ লাখ ৯০ হাজার ১৮২ রুপি। ওই বিপুল পরিমাণ স্বর্ণ বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল।
বিএসএফের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিঠারি বর্ডার আউটপোস্টে সতর্ক জওয়ানরা একজন সন্দেহভাজন মোটরসাইকেল আরোহীকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের পেট্রল ট্যাংকের নিচে একটি গর্তে কৌশলে লুকিয়ে রাখা ২৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিএসএফ জওয়ানরা তাৎক্ষণিকভাবে স্বর্ণের বারগুলো জব্দ করে এবং চোরাচালানকারীকে আটক করে। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বিওপি বিঠারিতে আনা হয়।
জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত ব্যক্তি স্বীকার করে যে সে উত্তর ২৪ পরগনা জেলার পদমভিলা গ্রামের বাসিন্দা এবং গত দুই মাস ধরে একজন বাংলাদেশি চোরাকারবারীর সাথে যোগাযোগ করছিল। তাকে বিথারি বাজারের কাছে রাস্তার ধারে একটি নির্দিষ্ট স্থানে ওই স্বর্ণের চালানটি পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যার বিনিময়ে তাকে মাত্র ১৫০০ রুপি দেওয়ার কথা হয়েছিল। তবে বিএসএফের সতর্কতার কারণে ওই চোরাকারবারীর পরিকল্পনা ব্যর্থ হয়।
জব্দকৃত স্বর্ণের বারসহ গ্রেফতারকৃত চোরাচালানকারীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই