পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের হারনাই জেলায় সড়কে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন কয়লা শ্রমিক।
শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।
পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বিস্ফোরিত বোমাটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা (আইইডি) ধরনের। যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে, সেটি হারনাইয়ের একটি কয়লা খনির কাছে ঘটেছে এই বিস্ফোরণ।
আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার ভোরের দিকে কয়লা বোঝাই একটি ট্রাক খনি এলাকা থেকে শহরের দিকে রওনা দেয়। মোট ১৭ জন শ্রমিক তখন ট্রাকে ছিলেন।
সড়কের যে স্থানে বোমাটি পেতে রাখা হয়েছিল, সেখানে ট্রাকটি আসতেই ঘটে বিস্ফোরণ।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির বক্তব্যকে উদ্ধৃত করে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, “এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।”
ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দফতর বলেছে, খনি শ্রমিকদের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে বলেছেন “সন্ত্রাসবাদকে নির্মূল করতে সক্রিয়ভাবে কাজ করছে তার সরকার। সূত্র: রয়টার্স, আল-জাজিরা, ভয়েস অব আমেরিকা
বিডি প্রতিদিন/একেএ