যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ রোধে হোয়াইট হাউস ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটি স্পষ্ট বার্তা জারি করেছে। যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নবনিযুক্ত সীমান্ত কর্তা জার টম হোমনের মুখাবয়ব সম্বলিত একটি গোলাপী কার্ড শেয়ার করা হয়েছে।
২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে মার্কিন ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিদিন অভিযান চালিয়ে আসছে। আনুমানিক ১ কোটি ১০ লক্ষ থেকে ৩৫ লক্ষ মানুষ অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প নির্বাচনি প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচিত হলে তিনি আমেরিকার ইতিহাসের বৃহত্তম নির্বাসন অভিযান পরিচালনা করে এই সংখ্যা কমিয়ে আনবেন।
"গোলাপ লাল, বেগুনি নীল, অবৈধভাবে এখানে আসুন, এবং আমরা আপনাকে নির্বাসন দেব।" শুক্রবার হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করা কার্ডটিতে বলা হয়েছে, "শুভ ভালোবাসা দিবস" এবং একটি হৃদয় আকৃতির ইমোজি।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত অভিযান ইতোমধ্যেই উল্লেখযোগ্য ফলাফল দেখিয়েছে। দক্ষিণ সীমান্ত দিয়ে দৈনিক অবৈধ অভিবাসী পারাপার গড়ে ৩৫৯-এ নেমে এসেছে। যা গত ফেব্রুয়ারির তুলনায় ৯০% এরও বেশি হ্রাস পেয়েছে।
সূত্র: আরটি
বিডি প্রতিদিন/নাজমুল