বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলে ১১ টি পদে জয়ী হয়েছে। বৃহস্পতিবার দিনভর ভোট শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো.মোখলেচুর রহমান বাচ্চু।
সভাপতি পদে অ্যাডভোকেট এসএম সাদিকুর রহমান লিংকন ৩২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান নান্টু পেয়েছেন ২৪৩ ভোট এবং অপর বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট মো. আলী হায়দার বাবুল ৭৫ ভোট পেয়েছেন।
সম্পাদক পদে অ্যাডভোকেট মির্জা মো. রিয়াজ হোসেন ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী জামায়াত সমর্থিত অ্যাডভোকেট মো. সালাউদ্দিন (মাসুম) ১৬২ ও বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট মো. আজাদ হোসাইন ১২৫ ভোট পেয়েছেন।
অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আব্দুল মালেক ৪৬৩ ভোট পেয়ে জয়লাভ করেছে। প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট মো. ফরিদ উদ্দিন ১৭৭ ভোট পেয়েছেনে।
যুগ্ম সম্পাদকের দুটি পদে অ্যাডভোকেট বিউটি সুলতান পেয়েছে ৪৬১ ভোট ও অ্যাডভোকেট আবদুর রহমান চোকদার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট মো. রুহুল আমীন (খায়ের) ২০২ ভোট ও অ্যাডভোকেট মো. মনির হোসেন ১৮০ ভোট পান।
নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট কাজী মাহমুদা সর্বোচ্চ ৫৭০, অ্যাডভোকেট আবুল খায়ের রতন ৫১০ ভোট, অ্যাডভোকেট মো. আজাদ ৫০১ ভোট ও মো. মতিউর রহমান সেন্টু ৪৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট মো. রিয়াজুল হক ৩৩৮ ও অ্যাডভোকেট মো. হেমায়েত উদ্দিন ৯৬ ভোট পেয়েছেন।
এছাড়াও সহ-সভাপতি দুটি পদে অ্যাডভোকেট অসীম কুমার বাড়ৈ ও অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।
নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদ ও বাম জোটের আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা ও ভোটাধিকার প্রয়োগ করেননি।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো.মোখলেচুর রহমান বাচ্চু জানান, উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। সমিতির এক হাজার ২১ ভোটের মধ্যে ৬৫৬ জন ভোট দিয়েছে।
বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মহসিন মন্টু বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ১১টি পদে জয়ী হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল