ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানিকে সুবিধা করে দিতে বিজেপি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান সীমান্তের নিরাপত্তা বিধি শিথিল করেছে বলে অভিযোগ উঠেছে।
ভারতের বিরোধী দলগুলো এ জন্য মোদিকে তোপ দাগছেন।
একটি বিদেশি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, গুজরাটের কচ্ছে পাকিস্তান সীমান্তের একেবারে কাছে সৌর ও বায়ু বিদ্যুৎ তৈরির জন্য রাষ্ট্রায়ত্ত সংস্থা সোলার এনার্জি কর্পোরেশনকে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ম বদলে জমি বরাদ্দ করেছিল। পরে গুজরাটের বিজেপি সরকার সেই জমি আদানি সংস্থার হাতে তুলে দিয়েছে। এর ফলে আদানি গোষ্ঠী পাকিস্তান থেকে ১ থেকে ২ কিলোমিটারের মধ্যে বায়ু বিদ্যুৎকল এবং সৌর বিদ্যুৎ উৎপাদনের প্যানেল বসানোর ৪৪৫ বর্গ কিলোমিটার জমি পেয়েছে। অভিযোগ, কেন্দ্রের নির্দেশেই সোলার এনার্জি কর্পোরেশন গুজরাট সরকারকে জমি ফেরত দিয়ে দেয়। অথচ রাষ্ট্রায়ত্ত সংস্থার জন্যই সীমান্তবর্তী এলাকায় কাউকে জমি দেওয়া হবে না বলে নিয়ম শিথিল করা হয়েছিল।
আজ বৃহস্পতিবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন তুলেছেন, ‘‘দেশের সমস্ত সম্পদ প্রধানমন্ত্রীর (মোদির) বন্ধুর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া কি এত চরমে পৌঁছেছে যে সীমান্তের নিরাপত্তা বিধিও বদলে দেওয়া হচ্ছে?” কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের প্রশ্ন, যদি সীমান্তের কাছে ল্যান্ডমাইন পোঁতা বা সীমান্ত সুরক্ষা ব্যবস্থা তৈরির প্রয়োজন পড়ে, তা হলে কী হবে? সীমান্তের নিরাপত্তা বিধি শিথিল করার আগে সেনা অফিসারদের সঙ্গেও আলোচনা হয়নি বলে অভিযোগ।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/নাজমুল