মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, মস্কো এবং পিয়ংইয়ংয়ের সামরিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে উত্তর কোরিয়া রাশিয়াকে ২০০টি দূরপাল্লার কামান দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া মস্কোকে প্রায় ১১ হাজার সেনা, ক্ষেপণাস্ত্র, ২০০টি দূরপাল্লার কামান এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ দিয়েছে।
এই কর্মকর্তা বলেন, নাম প্রকাশ না করার শর্তে উত্তর কোরিয়া অতিরিক্ত সেনা, অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ করতে পারে।
সিউল, কিয়েভ এবং ওয়াশিংটন সবাই বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ক্রেমলিনকে সাহায্য করার জন্য উত্তর কোরিয়া গত বছর রাশিয়ায় ১০ হাজারের বেশি সেনা পাঠিয়েছে।
ইউক্রেন পূর্বে বলেছিল তারা কুরস্কে বেশ কয়েকজন উত্তর কোরিয়ার সেনাকে বন্দী করেছে বা হত্যা করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই সেনাদের জিজ্ঞাসাবাদের ফুটেজও প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কুরস্ক ফ্রন্টে ইউক্রেনীয় সেনাবাহিনী উত্তর কোরিয়ার এসব সেনাদের বন্দী করে।
মস্কো বা পিয়ংইয়ং কেউই এই মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেনি।
তবে, গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ায় বিরল সফর করেছিলেন। তখন উভয় দেশ একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল। যার মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা ধারাও ছিল।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল