পাকিস্তানি নাগরিকসহ প্রায় ৬৫ জন যাত্রী নিয়ে লিবিয়া উপকূলে ডুবে গেছে একটি নৌকা। জাওইয়া শহরের উত্তর-পশ্চিমে মার্সা ডেলা বন্দরের কাছে ঘটনাটি ঘটেছে। ত্রিপোলির পাকিস্তান দূতাবাস নিহতদের শনাক্ত করতে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তার জন্য জাওইয়া হাসপাতালে একটি দল পাঠিয়েছে। সোমবার এ খবর জানিয়েছে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
লিবিয়া উপকূল থেকে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে মৃত্যুর খবর নতুন কিছু নয়। ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিতে গিয়ে বিভিন্ন দেশের নাগরিকের মূল্যবান প্রাণহানি ঘটছে। একাধিক ঘটনায় সাম্প্রতিক মাসগুলোতেও নৌকা ডুবে মারা গেছে বহু মানুষ। নৌকাডুবির ঘটনা এবং বড় আকারের অবৈধ অভিবাসনের ঘটনায় তদন্তের ধীরগতির অভিযোগে পাকিস্তানের প্রায় ৩৫ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে শীর্ষ পদ থেকে।
বিডি প্রতিদিন/এএম