ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত দুটি গণমাধ্যম ভয়েস অব আমেরিকা এবং রেডিও ফ্রি ইউরোপ বন্ধের প্রস্তাব দিয়েছেন। মাস্ক এই প্রস্তাবটি দিয়েছেন ‘সরকারি দক্ষতা উন্নয়ন’ বিভাগের প্রধান হিসেবে, যা ট্রাম্প প্রশাসন সম্প্রতি প্রতিষ্ঠা করেছে।
মাস্কের এই প্রস্তাবের সাথে যুক্তরাষ্ট্রের ত্রাণ সংস্থা ইউএসএআইডি বন্ধের পরিকল্পনাও জড়িত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর থেকে মাস্কের প্রশাসনে কোন পদে নিয়োগ পাবেন তা নিয়ে বিভিন্ন আলোচনা চলছিল। অবশেষে, ট্রাম্প মাস্কের জন্য ‘সরকারি দক্ষতা উন্নয়ন’ নামে একটি নতুন বিভাগ প্রতিষ্ঠা করেন, এবং মাস্ক এই বিভাগের দায়িত্ব পাওয়ার পর একের পর এক সিদ্ধান্ত নিতে শুরু করেন।
গণমাধ্যমগুলোর অর্থায়ন নিয়ে বিরোধ
মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘এগুলো কারদাতাদের টাকায় চলে, যার আর প্রয়োজন নেই।’ তিনি এবং ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যমের তীব্র বিরোধিতা করেছেন।
তাদের মতে, গণমাধ্যম পরিচালনায় করদাতার অর্থ ব্যবহার করা উচিত নয়।
মাস্ক পলিটিকো, অ্যাসোসিয়েটেড প্রেস এবং দ্য নিউইয়র্ক টাইমস-এর মতো মিডিয়া সংস্থাগুলোর পেছনে ফেডারেল অর্থপ্রদান সমালোচনা করেছেন। রুশ গণমাধ্যম আরটি দাবি করছে, মাস্ক এই অর্থপ্রদান বাতিলের জন্য কাজ করছেন।
রেডিও ফ্রি ইউরোপ ও ভয়েস অব আমেরিকার ইতিহাস
রেডিও ফ্রি ইউরোপ বা রেডিও লিবার্টি ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রপন্থি ও সোভিয়েত-বিরোধী প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে এটি সিআইএ দ্বারা পরিচালিত হত। ২০২০ সালে রাশিয়া রেডিও লিবার্টি-কে বিদেশি এজেন্ট হিসেবে চিহ্নিত করে এবং ২০২২ সালে এর সম্প্রচার বন্ধ করে দেয়।
অন্যদিকে, ভয়েস অব আমেরিকা ১৯৪০-এর দশকে নাৎসি প্রোপাগান্ডা মোকাবিলা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এখনো মার্কিন অর্থায়নে পরিচালিত। এর ব্যবস্থাপনা সরাসরি মার্কিন সরকারের নিয়ন্ত্রণে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/আশিক