দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মরণসভায় যোগদানের জন্য রাশিয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, “যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ৯ মে মস্কোতে উদযাপনে অংশ নেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ গ্রহণ করেছেন।”
ক্রেমলিন ডিসেম্বরে বলেছিল, তারা যুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকীতে যোগদানের জন্য “অনেক দেশকে” আমন্ত্রণ জানিয়েছে। যাকে রাশিয়ানরা “মহান দেশপ্রেমিক যুদ্ধ” বলে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ২৭ মিলিয়ন মানুষকে হারিয়েছিল। যার মধ্যে ইউক্রেনের লক্ষ লক্ষ মানুষও ছিল। কিন্তু শেষ পর্যন্ত নাৎসি বাহিনীকে বার্লিনে ফিরিয়ে দেয়। যেখানে অ্যাডলফ হিটলার আত্মহত্যা করেছিলেন এবং ১৯৪৫ সালে রাইখস্ট্যাগের ওপরে লাল সোভিয়েত বিজয় ব্যানার উত্তোলন করা হয়েছিল।
রাত ১১:০১ মিনিটে নাৎসি জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণ কার্যকর হয়। ১৯৪৫ সালের ৮ মে ফ্রান্স, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র "ইউরোপে বিজয় দিবস" হিসেবে চিহ্নিত করে। মস্কোতে ইতোমধ্যেই ৯ মে সোভিয়েত ইউনিয়নের "বিজয় দিবস" হয়ে ওঠে।
বিজয় দিবস রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মনিরপেক্ষ ছুটিতে পরিণত হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল