দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও ছয়জন।
স্থানীয় সময় রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ) ও ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর ও তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ জানিয়েছে, রাজধানী সিউল থেকে ৩১৬ কিলোমিটার (১৯৬ মাইল) দক্ষিণে অবস্থিত ইয়োসুর কাছে হাবায়েক দ্বীপ থেকে প্রায় ১৭ কিলোমিটার (১০.৫ মাইল) পূর্বে ১৩৯ টনের জাহাজটি ১৪ জন ক্রু সদস্য নিয়ে পানিতে নিখোঁজ হয়েছে।
নিহতদের মধ্যে জাহাজের ৬৬ বছর বয়সী ক্যাপ্টেনও রয়েছেন। দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড চারজন ক্রু সদস্যকে উদ্ধার করেছে। বাকি ক্রু সদস্যদের উদ্ধারের চেষ্টা চলছে।
ক্রুদের মধ্যে আটজন দক্ষিণ কোরিয়ান, তিনজন ভিয়েতনামী এবং তিনজন ইন্দোনেশিয়ান ছিলেন। বেঁচে যাওয়া ক্রু সদস্যদের একজন জানিয়েছেন যে বাতাস এবং ঢেউয়ের কারণে জাহাজটি ডুবে গেছে, তবে কর্তৃপক্ষ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি, ডেইলি মিরর
বিডি প্রতিদিন/নাজিম