জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, হাইতিতে গ্যাং শাসনের ফলে শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা ‘অস্বাভাবিকভাবে’ বৃদ্ধি পেয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ইউনিসেফ জানিয়েছে, ক্যারিবীয় দ্বীপটি বেশ কয়েক বছর ধরে সহিংস চক্রের কবলে রয়েছে। যারা জনগণের সঙ্গে নিরলস বর্বর আচরণ করে আসছে।
সংস্থাটির মুখপাত্র জেমস এলডার বলেন, ২০২৩ সাল থেকে শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা ১,০০০% বৃদ্ধি পেয়েছে।
ইউনিসেফের হিসাবমতে, হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের ৮৫ শতাংশই এখন অপরাধী চক্রের কবলে। ১০ লাখের বেশি শিশু সহিংসতার ক্রমাগত হুমকির মধ্যে বসবাস করছে।
ইউনিসেফের মুখপাত্র এলডার হাইতিতে শিশুদের ওপর যৌন সহিংসতার একটি ঘটনার উদাহরণ দিয়েছেন। তিনি জানান, ১৬ বছরের এক কিশোরী বাড়ি থেকে বেরিয়ে দোকানে গেলে সশস্ত্র ব্যক্তিরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে মারধর করে, মাদক খাইয়ে বার বার ধর্ষণ করা হয়। মেয়েটিকে এক মাস আটকে রাখা হয়েছিল। মেয়েটির পরিবারের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য নেই জানতে পারার পর তাকে ছেড়ে দেয় গ্যাং সদস্যরা। হাইতিতে চাঁদাবাজির জন্য অপহরণ সাধারণ ঘটনা।
অপহরণের শিকার হওয়া ওই কিশোরীকে এখন জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে অন্যান্য মেয়েদের সঙ্গে তারও যত্ন নেওয়া হচ্ছে বলে জানান এলডার।
অপরাধী চক্রের কবলে থাকার কারণে হাইতির রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রায় পুরোপুরিই ভেঙে পড়েছে। স্বাস্থ্যসেবাও ভেঙে পড়েছে এবং খাদ্য নিরাপত্তায় সংকটাপন্ন পরিস্থিতি বিরাজ করছে। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজিম