রাশিয়া ও আমেরিকা এখনও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা শুরু করেনি।
শুক্রবার রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
পেসকভের বরাত দিয়ে বলা হয়েছে, এই ধরনের বৈঠকের প্রয়োজন কিনা বা যদি তা ঘটে তবে কোথায় এবং কীভাবে তা হতে পারে সে সম্পর্কে প্রাথমিকভাবে কোনও যোগাযোগ হয়নি।
ট্রাম্প এবং পুতিন উভয়ই বলেছেন, তারা এজেন্ডা অনুসারে ব্যক্তিগতভাবে দেখা করতে আগ্রহী। যদি এই ধরনের বৈঠক হয়, তবে আশা করা হচ্ছে যে এটি ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসান ঘটানোর ট্রাম্পের ঘোষিত লক্ষ্যের উপর আলোকপাত করবে।
বিডি প্রতিদিন/নাজমুল