মহড়ার সময় ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান।
বৃহস্পতিবার দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরীতে এই দুর্ঘটনা ঘটে। তবে যুদ্ধবিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং তারা সুরক্ষিত রয়েছেন।
জানা গেছে, দুই আসনের যুদ্ধবিমানটির নাম মিরাজ ২০০০। শিবপুরীর সুনারি চৌকি এলাকার কাছে একটি ক্ষেতের উপর আছড়ে পড়ে যুদ্ধবিমানটিতে আগুন ধরে যায়।
কীভাবে এই দুর্ঘটনা হল তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে ভারতীয় বিমানবাহিনী সূত্র জানিয়েছে।
ভারতীয় ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, গ্বালিয়রে মহড়া দিচ্ছিল মিরাজ ২০০০ যুদ্ধবিমানটি। কিন্তু হঠাৎ করে সেটি ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই জোরালো একটা আওয়াজ শোনা যায়। পরে তারা বেরিয়ে এসে দেখেন ক্ষেতের মধ্যে বিমান ভেঙে পড়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। এই ঘটনার খবর আশপাশে ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ভিড় করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। বিমান যেখানে ভেঙে পড়ে তার থেকে কিছুটা দূরে দুই পাইলটকে উদ্ধার করা হয়। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ