ইরানের তেল রফতানি শূন্যে নামিয়ে আনতে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে তেল উৎপাদনকারী দেশগুলোকে মার্কিন সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
এতে বলা হয়, বর্তমানে প্রতিদিন প্রায় ১.৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করছে ইরান। যার বেশির ভাগই চীনের কাছে বিক্রি করছে তারা। যদি ইরানের অপরিশোধিত তেল রফতানিতে নিষেধাজ্ঞা ইরানের পাশাপাশি অন্য আরও কয়েকটি দেশও বেশ চাপের মুখে পড়তে পারে। বিশ্বে প্রতিদিন যত তেল উৎপাদন হচ্ছে তার ১.৪ শতাংশই ইরানের।
পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের মহাসচিব আল গাইসের সঙ্গে এক বৈঠকে জোটের দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পেজেশকিয়ান। অন্যথায় মার্কিন হুমকির মুখে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেন তিনি।
বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি যে, ওপেকের সদস্যরা ঐক্যবদ্ধ থেকে একসঙ্গে কাজ করলে, আমেরিকা তাদের একজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চাপ সৃষ্টি করতে পারবে না।
এর আগে গত মঙ্গলবার ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কথা পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তার লক্ষ্য হচ্ছে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে তেল রফতানিতে শীর্ষে অবস্থান করেছে ইরান। সূত্র: আল-জাজিরা, ডন নিউজ
বিডি প্রতিদিন/একেএ