মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে এক বন্দুকধারীকে হত্যা করেছে। অধিকৃত পশ্চিম তীরে একটি সামরিক চৌকিতে গুলি চালিয়ে দুই ইসরায়েলি সেনাকে গুরুতর আহত করেছিলেন ওই বন্দুকধারী।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “তায়াসিরে একটি সামরিক চৌকিতে একজন সেনাদের লক্ষ্য করে গুলি চালায়।’
ইসরায়েলি জরুরি পরিষেবা জানিয়েছে, ঘটনাস্থলে ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে যে দুই সেনার অবস্থা গুরুতর।
গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই পশ্চিম তীরে নির্বিচার হামলা জোরদার করেছে ইসরায়েল। ২১ জানুয়ারি অভিযান শুরু করার পর থেকে তারা কমপক্ষে ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। অন্যদিকে রামাল্লায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বছরের শুরু থেকে এই অঞ্চলে ৭০ জনকে হত্যা করেছে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল