সোমবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় অধিকৃত পশ্চিম তীরে চলমান ইসরায়েলি সামরিক অভিযানকে "জাতিগত নির্মূল" বলে নিন্দা জানিয়েছে।
সেই সাথে তিনি এই নৃশংসতা থামাতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
এক বিবৃতিতে মুখপাত্র নাবিল আবু রুদাইনাহ বলেছেন, প্রেসিডেন্ট ( মাহমুদ আব্বাস) নাগরিকদের বাস্তুচ্যুত এবং জাতিগত নির্মূলের লক্ষ্যে তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য পশ্চিম তীরে আমাদের ফিলিস্তিনি জনগণের উপর দখলদার কর্তৃপক্ষের ব্যাপক যুদ্ধ সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে শুরু করা ইসরাইলের নতুন অভিযানে ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল