রবিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্র লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।
কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেত্র বা ডানা গ্যাস কোম্পানির কোনও ক্ষতি হয়নি এবং উৎপাদন স্বাভাবিক রয়েছে।
পার্ল কনসোর্টিয়াম, সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি সংস্থা ডানা গ্যাস এবং এর সহযোগী, ক্রিসেন্ট পেট্রোলিয়াম, খোর মোর থেকে গ্যাস উত্তোলন করে।
তবে কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
বিডি প্রতিদিন/নাজমুল