২০২৪ সালের মে মাসের পর প্রথমবারের মতো গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেওয়া হয়েছে।
আহত ও অসুস্থ ফিলিস্তিনিদের বহনকারী বাসগুলি সীমান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মিশরে প্রবেশ করতে শুরু করেছে। স্থানান্তরকে সমর্থন করার জন্য ইইউর বেসামরিক সীমান্ত মিশন সীমান্তে মোতায়েন করা হয়েছে।
গাজার দক্ষিণ সীমান্তে অবস্থিত রাফাহ ক্রসিং এই যুদ্ধ জুড়ে একটি গুরুত্বপূর্ণ মানবিক করিডোর ছিল। যেখানে সাহায্যের ট্রাকগুলি গাজায় প্রবেশ করতে সক্ষম হয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পালিয়ে যেতে সক্ষম মানুষদের জন্য এই ক্রসিংই একমাত্র প্রস্থান পথ।
তবে মানবিক সংস্থাগুলি দীর্ঘদিন ধরে গাজা উপত্যকায় সাহায্যের পরিমাণ হ্রাস করার জন্য ক্রসিং বন্ধ করার সমালোচনা করে আসছে।
বিডি প্রতিদিন/নাজমুল