গাজায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বড় ধরনের আক্রমণে এক ইসরায়েলি সেনা নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোশ হাইন শহরের কেফির ব্রিগেডের হারুভ রিকনেসান্স ইউনিটের ২০ বছর বয়সী সার্জেন্ট লিয়াম হাজি বৃহস্পতিবার নিহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে নিশ্চিত করেছে দখলদার বাহিনী। তারা জানিয়েছে, জেনিন ক্যাম্পের একটি ভবনে প্রবেশের পর তাদের সেনারা কমপক্ষে দুই সশস্ত্র ফিলিস্তিনি ব্যক্তির সাথে বন্দুকযুদ্ধ করে। দুই বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
গত সপ্তাহে উত্তর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বড় ধরনের আগ্রাসন শুরু করে।
বৃহস্পতিবার জেনিন শরণার্থী শিবিরে সংঘর্ষের সময় ইসরায়েলি বন্দুকধারীদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত এবং তিন মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁজোয়া ইসরায়েলি সামরিক যানবাহন ক্যাম্পে প্রবেশ করে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাথে বন্দুকযুদ্ধ হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র নিহত ফিলিস্তিনিদের নাম ইয়াজান হাতেম আল-হাসান এবং আমির আবু হাসান বলে শনাক্ত করেছে। তাদের মৃতদেহ ইসরায়েলি কর্তৃপক্ষ আটকে রেখেছে।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল