মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার পুনরায় গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন। এর আগেও তিনি গাজাকে ‘পরিষ্কার’ করার কথা বলেছিলেন। এ বিষয়ে কাতার দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করার বিষয়টি কাতার সবসময় গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, ‘ফিলিস্তিন ইস্যুতে আমাদের অবস্থান পরিষ্কার। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ।’
তবে তিনি স্বীকার করেন, মিত্রদের সাথে সব বিষয়ে কাতারের দৃষ্টিভঙ্গি মেলে না। তিনি আরও জানান, আমরা যুক্তরাষ্ট্রসহ মিত্রদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি, যাতে সঠিক নীতিমালা তৈরি করা যায়।
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে কাতার, যুক্তরাষ্ট্র এবং মিশর একত্রে মধ্যস্থতা করেছিল। এর ফলে হামাসের আক্রমণ শুরু হওয়ার ১৫ মাস পর সংঘর্ষ বন্ধ করা সম্ভব হয়।
ট্রাম্প বলেন, আমি চাই গাজার মানুষ এমন একটি এলাকায় বাস করুক, যেখানে তারা সহিংসতা এবং বিপ্লবের ঝুঁকি ছাড়াই জীবন যাপন করতে পারে।
আল-আনসারি জানিয়েছেন, কাতার মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রাখছে। তিনি আরও বলেন, আমাদের আলোচনা গঠনমূলক হচ্ছে। ফিলিস্তিনি ইস্যুসহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আমরা একসঙ্গে কাজ করছি।
বিডিপ্রতিদিন/কবিরুল