গালফ অব মেক্সিকোর নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি নথিপত্রেও এ পরিবর্তন আনতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।
এর পরপরই গুগল তাদের সিদ্ধান্ত জানিয়েছে—যুক্তরাষ্ট্রের ভেতরে গুগল ম্যাপে গালফ অব মেক্সিকোকে ‘গালফ অব আমেরিকা’ হিসেবে দেখানো হবে। তবে মেক্সিকোতে আগের নামই রাখা হবে এবং আমেরিকা ও মেক্সিকোর বাইরে দুই নামই দেখানো হবে।
এর আগে গত সপ্তাহে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারিভাবে গালফ অব মেক্সিকোর নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ রাখার সিদ্ধান্ত জানায়। এর ফলে সরকারি নথিপত্রে এই পরিবর্তন আনতে শুরু করেছে তারা।
এ নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। মেক্সিকো সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও দেশটির নাগরিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক শৃঙ্গের নাম পরিবর্তন নিয়েও আলোচনা চলছে। আলাস্কার সর্বোচ্চ শৃঙ্গ ডেনালির নাম পরিবর্তন করে ‘মাউন্ট ম্যাকিনলে’ করা হয়েছে। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা স্থানীয় জনগণের ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে এর নাম ‘ডেনালি’ করেছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এটি আবার ‘ম্যাকিনলে’ নামকরণ করেন।
বিশ্লেষকরা বলছেন, গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের বিষয়টি দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি করতে পারে। তবে এ বিষয়ে মেক্সিকো সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করছেন সবাই।
সূত্র: এএফপি