সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার ওপর দেয়া নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির নতুন নেতৃত্বের সাথে সেতুবন্ধন তৈরি করতে চাইছে সংগঠনটি।
ব্রাসেলসে বৈঠকের পর ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা ক্যালাস বলেছেন, "এটি সিরিয়ার অর্থনীতিকে চাঙা করতে পারে এবং দেশটিকে তার পায়ে দাঁড়াতে সাহায্য করতে পারে।"
২৭টি দেশের ইইউ গৃহযুদ্ধের সময় আসাদ সরকার এবং সিরিয়ার অর্থনীতির উপর বিস্তৃত নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
ক্যালাস বলেন, জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাতগুলি থেকে শুরু করে যেখানে ত্রাণ সবচেয়ে জরুরি, সেখানে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য মন্ত্রীরা একটি "রোডম্যাপ"-এ স্বাক্ষর করেছেন।
তিনি বলেন, "আমরা দ্রুত এগিয়ে যাওয়ার লক্ষ্য রাখলেও পরিস্থিতির অবনতি হলে আমরা পথটি উল্টে দিতেও প্রস্তুত। একই সাথে আমরা মানবিক সহায়তা এবং পুনরুদ্ধার প্রচেষ্টা বৃদ্ধি করব।"
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট বলেছেন, ইইউ জ্বালানি, পরিবহন এবং ব্যাংকিং খাতের উপর নিষেধাজ্ঞা স্থগিত করতে শুরু করতে পারে।
আসাদ পরিবারের পাঁচ দশকের শাসনের অবসানের পর সিরিয়ার পুনর্গঠনে সাহায্য করতে এবং তার নতুন শাসকদের সাথে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে ইউরোপ আগ্রহী।
কিন্তু কিছু ইইউ’র দেশ দামেস্কের নতুন শাসকদের খুব দ্রুত আলিঙ্গন করার বিষয়ে উদ্বিগ্ন।
ইইউ কেবল নিষেধাজ্ঞা স্থগিত করবে এবং সিরিয়ার নেতৃত্বের উপর কর্তৃত্ব বজায় রাখার জন্য তা চূড়ান্তভাবে প্রত্যাহার করবে না।
সিরিয়ার নতুন ডি-ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারা এবং তার নেতৃত্বাধীন গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম ইইউ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।কূটনীতিকরা বলেছেন, আসাদ শাসনের অন্যান্য বিষয়ের মতো এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এখনও কোনও আলোচনা হয়নি।
ক্যালাস বলেন, “আমরা যা থেকে মুক্তি দিচ্ছি না তা হল অস্ত্র ব্যবসা সম্পর্কিত যেকোনো বিষয় এবং আমরা এখনও যা নিয়ে উদ্বিগ্ন।”
সিরিয়ার নতুন নেতৃত্ব দেশটিকে পুনর্গঠনের অনুমতি দেওয়ার জন্য পশ্চিমাদের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য লবিং করছে। বিশেষ করে আর্থিক খাতের নিষেধাজ্ঞা সরাতে চায় তারা।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এক্স পোস্টে বলেছেন, “ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সিরিয়ার ওপর দেয়া নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করার ইতিবাচক পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। সেগুলো সম্পূর্ণরূপে প্রত্যাহারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
বিডি প্রতিদিন/নাজমুল