সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে পূর্ব আফ্রিকা থেকে ৩৭ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন সদস্যরাও রয়েছেন। বৈশ্বিক পুলিশ সংস্থা ইন্টারপোলের বরাতে সোমবার (২৭ জানুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফ্রান্সভিত্তিক সংস্থা ইন্টারপোল সোমবার জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বরে পূর্ব আফ্রিকাজুড়ে অভিযান চালিয়ে ওই সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশগুলোর পুলিশ সংস্থা আফ্রিপোলের সঙ্গে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
রয়টার্স লিখেছে, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামিক স্টেটের (আইএস) সম্ভাব্য পুনরুত্থান নিয়ে উদ্বেগ বাড়ার পরই এই গ্রেপ্তার অভিযান শুরু হয়।
এর আগে, ২০২৫ সালে নতুন বছরের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে ভিড়ের মধ্যে একটি ট্রাক নিয়ে হামলা চালিয়েছিলেন সেদেশেরই এক সেনাসদস্য। পরে তার গাড়িতে আইএস-এর পতাকা পাওয়া গিয়েছিল। ওই ঘটনায় আইএস এর তৎপরতা নিয়ে উদ্বেগ আরও বাড়ার মধ্যে ইন্টারপোলের এই ধরপাকড় চালিয়েছে।
ইন্টারপোল জানায়, আফ্রিকায় অভিযানের ফলে কেনিয়ায় দুই সন্দেহভাজন আইএস সদস্যসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঞ্জানিয়ায় আইএস মোজাম্বিকের সন্দেহভাজন এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও সোমালিয়ায় গ্রেপ্তার করা হয়।
ইন্টারপোলের নির্বাহী পরিচালক সিরিল গাউট বলেন, “সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনার জন্য পূর্ব আফ্রিকা উপযুক্ত। সেখানকার রাজনৈতিক অস্থিরতা, ঝুঁকিপূর্ণ সীমান্ত, আর্থসামাজিক চ্যালেঞ্জ ও জটিল ভূ-প্রকৃতি এ পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেছে।”সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইন্টারপোলের চালানো যৌথ অভিযান ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিডি প্রতিদিন/নাজিম