দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ১২৪ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের শেষ দিনে রবিবার (২৬ জানুয়ারি) এ ঘটনা ঘটলো।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সেনারা সীমান্তবর্তী লেবাননের যে গ্রামগুলোতে এখনো আছে, সেসব এলাকায় বাস্তুচ্যুত লেবানিজরা তাদের বাড়িঘরে ফেরার চেষ্টা করছিল। এ সময় গুলি চালানো হয়।
লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র বলেন, এসব এলাকায় এখনো সাধারণ নাগরিকদের ফেরা নিরাপদ নয়।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও সংযমের পাশাপাশি সশস্ত্র বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ হতে পারে না। আপনাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি দেখছি।
লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বেসামরিক মানুষ নিহতের নিন্দা জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা, এপি
বিডি প্রতিদিন/নাজিম