উত্তেজনা বাড়িয়ে উত্তর কোরিয়া সমুদ্র থেকে ফের স্থলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন স্ট্র্যাটেজিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ'র বরাত দিয়ে সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে 'সঠিকভাবে' আঘাত হেনেছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শনিবারের পরীক্ষার সময় বলেছেন, 'ডিপিআরকে'র সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা আরও উন্নত হচ্ছে।' ক্ষেপণাস্ত্রগুলো ১,৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) দূর পাল্লায় এলিপটিক এবং অষ্টকোণাকার গতিতে চলতে চলতে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে এতে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার ওপর কোন নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানানো হয়েছে।
এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর প্রথম। তার শপথ গ্রহণের আগে, উত্তর কোরিয়া কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন। বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, তিনি আবার কিমের সাথে যোগাযোগ করবেন। তিনি তাকে 'স্মার্ট' হিসেবে অভিহিত করেন।
উত্তর ও দক্ষিণ কোরিয়া ১৯৫০-৫৩ সালের যুদ্ধে সাঁইত্রিশ বছর ধরে যুদ্ধবিরতির মাধ্যমে প্রযুক্তিগতভাবে এখনও যুদ্ধরত রয়েছে, কিন্তু কোনো শান্তি চুক্তি হয়নি।
উত্তর কোরিয়া ও সিউলের মধ্যে সম্পর্ক বর্তমানে একেবারে তলানিতে পৌঁছেছে। উত্তর কোরিয়া গত বছর একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। -বাসস
বিডি-প্রতিদিন/শআ