প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এজেন্টরা সারা দেশে অভিযান পরিচালনা করছেন। এই অভিযানের ফলে রেস্টুরেন্ট, গ্রোসারি স্টোর এবং নিউজ স্ট্যান্ডসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান সংকটে পড়েছে।
নিউইয়র্কসহ বিভিন্ন সিটিতে বিপুলসংখ্যক অভিবাসী আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন। এতে করে শ্রমিক সংকট দেখা দিয়েছে, কারণ বৈধ শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হচ্ছে। এদিকে, কিছু অভিবাসী সমাজে প্রতারণার অভিযোগ উঠেছে, যেখানে গ্রেফতার থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে টাকা আদায়ের ফাঁদ পাতা হয়েছে।
অভিযানের পর সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে এবং কাগজপত্রহীন অভিবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি সামাল দিতে কিছু কংগ্রেস সদস্য এ ধরনের অভিযান সীমিত করার আহ্বান জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ