সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, "স্পিয়ারস অব ভিক্টরি ২০২৫" সামরিক মহড়া আগামী সপ্তাহে সৌদি আরবের এয়ার ওয়ারফেয়ার সেন্টারে শুরু হবে।
এই মহড়া ২৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ১৫টি দেশের অংশগ্রহণে সামরিক সহযোগিতা জোরদার করাই এই মহড়ার উদ্দেশ্য।
এই মহড়ায় অংশ নেবে বাহরাইন, গ্রিস, ফ্রান্স, কাতার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান। আরও সাতটি দেশ অস্ট্রেলিয়া, মিশর, ইতালি, জর্ডান, মরক্কো, দক্ষিণ কোরিয়া এবং স্পেন - পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে।
মহড়ার কমান্ডার সৌদি বিমান বাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ বিন আলী আল-ওমারি বলেছেন, এই মহড়ার লক্ষ্য হলো যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা, পরিকল্পনা ও বাস্তবায়নে দক্ষতা বিনিময় করা এবং যৌথ সামরিক পদক্ষেপের ধারণাকে একীভূত করা।
তিনি আরও বলেন, মহড়াটি বর্তমান এবং উদীয়মান হুমকি মোকাবেলা, কৌশলগত ক্ষমতা বৃদ্ধি এবং যৌথ আভিযানিক কৌশল প্রচারের উপর আলোকপাত করবে।
অংশগ্রহণকারী বাহিনী উন্নত ইলেকট্রনিক যুদ্ধ পরিবেশে হুমকি অনুকরণের জন্য ডিজাইন করা জটিল কৌশলগত অভিযানে অংশ নেবে।
এই অভিযানগুলিতে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর শাখা, ন্যাশনাল গার্ড মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রেসিডেন্সি, অন্যান্য দেশের সামরিক বাহিনীর সাথে স্থলভাগে সক্রিয় বাহিনীকে একীভূত করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল