লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলছে, দক্ষিণ লেবানন থেকে দখলদার বাহিনী প্রত্যাহারে ইসরায়েল দেরি করলে আরব এ দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন বলে গণ্য করা হবে। বৃহস্পতিবার হিজবুল্লাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করে।
ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ৬০ দিনের বাইরেও লেবাননে তাদের সেনাদের আরো ৩০ দিন রাখার জন্য আমেরিকার কাছে লবিং করছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ বলছে, ৬০ দিনের সময়সীমা লঙ্ঘন করলে তা চুক্তির স্পষ্ট লঙ্ঘন হবে এবং লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত বলে ধরে নেয়া হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর হিজবুল্লাহ আন্দোলন ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন এবং লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর, ২০২৪ সালের ২৭ নভেম্বর ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয়।
চুক্তি অনুসারে, ইসরায়েলকে অধিকৃত শহরগুলো থেকে তার বাহিনী প্রত্যাহার করে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তরের জন্য ৬০ দিন সময় দেয়া হয়েছিল যা ২৬ জানুয়ারি শেষ হবে।
দখলদার বাহিনী প্রত্যাহারে ৬০ দিনের সময়সীমা ঠিক রাখার জন্য যুদ্ধবিরতি চুক্তি তত্ত্বাবধানকারী পক্ষগুলোকে চাপ দিতে হিজবুল্লাহ আন্দোলন লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শআ