যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলের ভয়াবহতা কমছে না। উল্টো আরও দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। এরইমধ্যে ১৪ হাজারে মতো ঘরবাড়ি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আরও হাজার হাজার একর ভূমি। নিরাশ্রয় বাসিন্দাদের পুনঃরায় বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আগুন ঠিক কবে নিয়ন্ত্রণে আসবে সে বিষয়েও কোনো পরিষ্কার ধারণা দিতে পারছে না কর্তৃপক্ষ।
আবারও লস অ্যাঞ্জেলেসের উত্তরে পাহাড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে দাবানল। দাবানলটি আনুমানিক ২১ বর্গকিলোমিটার এলাকার বনভূমি পুড়িয়ে দিয়েছে। যার ফলে স্থানীয় হাজার হাজার লোককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
বুধবার দমকলকর্মীরা জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টেইক লেক এলাকায় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যা লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। আগুনের কারণে "জীবনের তাৎক্ষণিক হুমকির" মধ্যে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই এলাকায় স্থানীয় সম্প্রদায়ে আনুমানিক ১৮ হাজার ৬০০ মানুষ বাস করেন। কাস্টেইক হ্রদের আশেপাশের পাহাড়ের ধারে গাছপালা এবং ঝোপঝাড় থাকায় আগুন ছড়াচ্ছে দ্রুত।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের রবার্ট জেনসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকার সকলকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং লস অ্যাঞ্জেলেস অঞ্চলের ইটন এবং প্যালিসেডস এবং অন্যান্য অঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো একই পরিণতি ভোগ না করার আহ্বান জানিয়েছেন।
জেনসেন বলেন, “প্যালিসেডস এবং ইটনের আগুনে মানুষ এই নির্দেশগুলি অনুসরণ করতে ব্যর্থ হওয়ার ফলে যে ধ্বংসযজ্ঞ ঘটেছে তা আমরা দেখেছি।” তিনি বলেন, “আমি আমাদের সম্প্রদায়েও এটি দেখতে চাই না। যদি আপনাকে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়ে থাকে, তাহলে দয়া করে বেরিয়ে যান।”
সান্তা আনার তীব্রতা ও শুষ্ক বাতাসের কারণে আগুন আরও তীব্র হয়ে ওঠে। যা আগুনের দিকে ধোঁয়া এবং অঙ্গারের বিশাল ঢেউ তুলে দেয়।
লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট এবং অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টের অগ্নিনির্বাপক দলও মাটি থেকে আগুন নেভানোর চেষ্টা করছিল।আগুনের সূত্রপাত কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে আবহাওয়াবিদরা বলছেন যে তীব্র বাতাস এবং কম আর্দ্রতা দ্রুত আগুন ছড়িয়ে পড়ার জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করে।
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান দিয়েগো তাদের ‘অ্যালার্ট ক্যালিফোর্নিয়া’ অনলাইন প্ল্যাটফর্মে হিউজেস অগ্নিকাণ্ডের শুরু এবং এর দ্রুত বিকাশের একটি নাটকীয় ভিডিও শেয়ার করেছে। যেখানে পাহাড়ের ঢালে আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে বিশাল ধোঁয়ার মেঘ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল