রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক প্রয়াত অ্যালেক্সেই নাভালনির পক্ষে দাঁড়ানো তিন আইনজীবীকে কারাদণ্ড দিয়েছেন দেশটির পেতুস্কির আদালত।
শুক্রবার মার্কিন গণমাধ্যম এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বিরোধীদলীয় নেতা নাভালনির পক্ষে দাঁড়ানো তিন আইনজীবীকে চরমপন্থী সংগঠনের সাথে সম্পর্ক রাখার অভিযোগে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন পেতুস্কির আদালত।
সাজাপ্রাপ্ত আইনজীবীরা হলেন ভাদিম কোবজেভ, অ্যালেক্সি লিপ্টসার ও ইগর সার্গুনিন। তাদের মধ্যে সাড়ে পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে ভাদিম কোবজেভ ও অ্যালেক্সি লিপ্টসার। এছাড়াও ইগর সার্গুনিনকে সাড়ে তিন বছরের জেল প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, গেল বছরের ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার কারাগারে মৃত্যুবরণ করেন রুশ বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে দেখা হতো নাভালনিকে। রাশিয়ার একটি আদালত তাকে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছিল। তবে এই মৃত্যুর পেছনে রুশ কর্তৃপক্ষই মূলত দায়ী বলে মন্তব্য করেছে ইউরোপিয়ান কমিশন।
সূত্র : এপি।
বিডি-প্রতিদিন/বাজিত