মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার জ্বালানি খাতের বিরুদ্ধে ওয়াশিংটন এবং লন্ডনের কঠোর নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘কঠিন অবস্থায়’ পড়েছেন।
বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, “পুতিন এখন কঠিন অবস্থায় আছেন এবং আমি মনে করি, তিনি যে ভয়াবহ কাজগুলো করে চলেছেন তা চালিয়ে যাওয়ার জন্য তার কোনও শ্বাস-প্রশ্বাসের জায়গা নেই।”
বাইডেন আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক দিন বাকি আছে, যদি পশ্চিমা সমর্থন অব্যাহত থাকে তবে ‘ইউক্রেন জয়ী হওয়ার প্রকৃত সম্ভাবনা’ রয়েছে। সূত্র: এএফপি, ব্যারন
বিডি প্রতিদিন/একেএ