মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আপিল অনুমোদন করেছেন আদালত। ফলে দুর্নীতির মামলায় তিনি এখন শাস্তি ভোগের বাকি সময় গৃহবন্দি হিসেবে কাটাবেন।
সোমবার (৬ জানুয়ারি) মালয়েশিয়ার আপিল আদালতের তিন সদস্যের বেঞ্চ ২-১ ভোটে রায় দিয়ে নাজিবের আবেদনের পক্ষে রায় দেন।
২০২০ সালে নাজিব রাজাক ১এমডিবি কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়। তাকে ১২ বছরের কারাদণ্ড এবং মোটা অংকের জরিমানা করা হয়। তবে ২০২৪ সালে তৎকালীন রাজা আল-সুলতান আবদুল্লাহ আহমদ শাহ তার কারাদণ্ড কমিয়ে ছয় বছরে নিয়ে আসেন।
আদালতের কাছে গত বছর এপ্রিলে এই আবেদন করেছিলেন নাজিব। আবেদনে তিনি বলেন, তার কাছে পরিষ্কার তথ্য আছে যে- তখনকার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ তার শাস্তির বাকি সময় গৃহবন্দি হিসেবে কাটানোর বিষয়ে অনুমতি দিয়েছেন।
নাজিব দাবি করেন যে, তাকে ১২ বছরের জেল দেয়া হয়েছে। সেই জেলকে কমিয়ে অর্ধেক করা এবং জরিমানা কমানোর বিষয়ে এক মিটিং হয় গত বছর ২৯ জানুয়ারি। সেই মিটিংয়ে সভাপতিত্ব করেন রাজা নিজে।
তিন মাস পরে হাইকোর্ট বিষয়টি আমলে নেয়। অবশেষে সোমবার ২-১ সংখ্যাগরিষ্ঠতায় মামলাটির মেরিট শুনানি করে রায় দেন কোর্ট অব আপিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ