মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাবাস্কো রাজ্যের ভিলাহেরমোসা শহরে একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।
স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার রাজ্য সরকারের মুখপাত্র ফার্নান্দো ভাজকুয়েজ রোসাস সাংবাদিকদের বলেন- রাজ্য ও ফেডারেল বাহিনী ভিলাহারমোসার তামুলতে পাড়ার পানশালায় পাঁচ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ীদের ধরতে অভিযান শুরু করেছে।
মুখপাত্র আরও বলেন, গুলিতে আরও সাতজন আহত হয়েছেন। তদন্ত শুরু করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা লা কাসিতা আজুল পানশালায় ঢুকে গ্রাহকদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়।
তাবাস্কো, যেখানে তেল উৎপাদনের সুবিধাগুলো রয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অপরাধমূলক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বরেও ভিলাহারমোসার একটি পানশালায় বন্দুক হামলায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হন।
এর আগে দুই সপ্তাহ আগে কেরেতারো শহরের একটি পানশালায় হামলায় ১০ জন নিহত হন। একই সপ্তাহে মেক্সিকো সিটির এক শহরতলির একটি পানশালায় বন্দুক হামলায় আরও ছয়জন নিহত হন। সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/একেএ