ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার দক্ষিণ কুরস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রে রুশ ও উত্তর কোরীয় সেনারা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে।
শনিবার রাতে তার নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, কেবল মাখনোভকা নামের একটি গ্রামের কাছে গতকাল ও আজকের সংঘর্ষে রুশ সেনা ও উত্তর কোরীয় পদাতিক বাহিনীর প্রায় একটি ব্যাটালিয়ন ধ্বংস হয়েছে। এটি গুরুত্বপূর্ণ।
তবে প্রেসিডেন্ট জেলেনস্কি কোনো নির্দিষ্ট সংখ্যা বা বিস্তারিত তথ্য দেননি। সাধারণত, একটি ব্যাটালিয়নে কয়েকশ সেনা সদস্য থাকে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুরস্কসহ রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে সংঘর্ষ বেড়েছে। বিশেষ করে রুশ ও তাদের মিত্র বাহিনীগুলো ক্রমাগত প্রতিরোধের মুখে পড়ছে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল