ছয় দফা দাবি আদায়ে আজ রাজধানীসহ সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারীরা। দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।
গতকাল ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধনে এ কর্মসূচির ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী। দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকের সামনে মানববন্ধন শুরু করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে লাল কাপড় টাঙিয়ে দেন তারা। এ সময় তারা ‘রক্তে আগুন লেগেছে’ ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’ ‘দেশ গড়ার হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’ ‘কুমিল্লায় হামলা কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।
জোবায়ের পাটোয়ারী বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কর্তৃপক্ষের প্রতি আহ্বান, দ্রুততম সময়ের মধ্যে আমাদের ছয় দফা দাবি মেনে নিন। আমরা আলোচনায় আগ্রহী, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাশফিক ইসলাম দেওয়ান বলেন, এই সরকার জনগণের সরকার, শিক্ষার্থীদের সরকার। সরকার দ্রুত কারিগরি শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করে দক্ষ জনশক্তি গঠনের পথ প্রশস্ত করবে এই প্রত্যাশা আমাদের। এর আগে ছয় দফা দাবিতে শুক্রবার মাথায় কাফনের কাপড় বেঁধে ঢাকায় গণমিছিল করেন শিক্ষার্থীরা।
এদিকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী, ছয় দফা দাবি আদায়ে গতকাল খুলনা, বরিশাল, গাজীপুরসহ বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেন।