আসন্ন ঈদ কেন্দ্র করে বাজারে ইতোমধ্যে ২০ লাখ জাল নোট সরবরাহ করেছে জাল টাকা কারবারি চক্র। গত ১৩ মার্চ রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে ধারাবাহিক অভিযান চালিয়ে ২৯ লাখ জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সুমন, সুলতানা ও হানিফ গাজী।
পুলিশ বলছে, একটি এ-৪ সাইজের কাগজে এ জাল টাকা কারবারি চক্র চারটি ১ হাজার টাকার নোট তৈরি করত। এরপর নিজেরাই সরবরাহ করত বাজারে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ২০ লাখ টাকার জাল নোট, আংশিক প্রিন্ট করা ১০০০ টাকা মূল্যমানের ৯ লাখ ৭৬ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন এসব জানান।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জাল নোট তৈরি করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি করত। তারা আসন্ন ঈদ সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে সেগুলো সরবরাহ করার জন্য তাদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। ইতোমধ্যে এবারের আসন্ন ঈদ ঘিরে ২০ লাখের বেশি জাল নোট বাজারে সরবরাহ করেছে।