দেশে নারী ধূমপায়ীর সংখ্যা দ্রুত বাড়ছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, তামাক কোম্পানিগুলো শুধু নারীদের ধূমপানে উৎসাহিত করতে নতুন ব্র্যান্ডের সিগারেট বাজারে এনেছে। ধূমপান নিরুৎসাহ করতে শুধু কর বাড়ানোর ওপর জোর না দিয়ে সামাজিক উদ্ভাবনীর ওপর জোর দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। গতকাল রাজধানীর অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় এসব কথা বলেন প্রেস সচিব। প্রেস সচিব বলেন, তামাকের ব্যবহার কমাতে সবাই শুধু এনবিআরে লবিং করে, অ্যাক্টিভিস্টরা কর বাড়াতে সর্বশক্তি নিয়োগ করে-কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। তিনি বাংলাদেশের ওরস্যালাইন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণের মতো উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে বলেন, আফ্রিকার দেশ কঙ্গোতে ক্ষুদ্রঋণ গ্রহণ যুদ্ধ বন্ধে সহায়তা করছে।
সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার : এদিকে গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জুলাই গণ অভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন প্রেস সচিব শফিকুল আলম। ওই সময় তিনি বলেন, তৈরি পোশাক কারখানার শ্রমিকরা অত শিক্ষিত না হলেও ইউনিয়নের ক্ষেত্রে আপনার আমার থেকে ১০০ গুণ এগিয়ে আছে। তারা মিনিমাম ওয়েজের জন্য লড়াই করে সাড়ে ১২ হাজার টাকা আদায় করেছে এবং কিছুদিন আগে আরও ৯ শতাংশ বাড়িয়েছে। আমার মনে হয় বাংলাদেশের সাংবাদিকদের একটা মিনিমাম ব্যাসিক থাকতে হবে। সেটা ৩০ হাজার বা ৪০ হাজার হোক। এর নিচে যারা দেবেন সেই পত্রিকা বা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।