জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ভূমি নিবন্ধনে দরদামের মিথ্যা তথ্য দূর করতে প্রয়োজনে করহার কমানো হবে। গতকাল জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আবদুর রহমান বলেন, ভূমি নিবন্ধনে দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতার দেওয়া মিথ্যা তথ্য দূর করতে প্রয়োজনে করহার কমানো হবে। এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগ করা বিদেশি কোম্পানিগুলো কর ফাঁকি দিচ্ছে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।