দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল বের করার নতুন কর্মসূচি দিয়েছেন তারা। গতকাল বিকালে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা করেন একদল নারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা করে বাম ছাত্র সংগঠনগুলো। শিক্ষাভবনের সামনে পৌঁছালে তাদেরও আটকে দেওয়া হয়। ঢাকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ সমাবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। শিক্ষার্থীরা বলেন, জুলাই অভ্যুত্থানে নারীরা সামনে থেকে শিক্ষার্থীদের ভ্যানগার্ড হয়ে ভূমিকা রেখেছে। অথচ এখনো তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এ জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থী আদ্রিতা রায় সাংবাদিকদের বলেন, ‘আমরা এখানে যারা আছি, প্রত্যেকে গণ অভ্যুত্থানের অংশীদার, অংশগ্রহণকারী। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের রক্তের ওপর বসে আছেন। কিন্তু তিনি তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এমন পরিস্থিতিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া আর কোনো পথ নেই।’ পরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা দেন। আন্দোলনকারীদের ৯ দফা দাবির মধ্যে অন্যতম হলো ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঘটে যাওয়া সব ঘটনার বিচার নিশ্চিত করা। সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধের আইনসমূহে প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন, বিয়োজন ও সংশোধন। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ধর্ষণের সংজ্ঞা পরিবর্তন করা। অপরাধী বা ভুক্তভোগীর জেন্ডার নির্বিশেষে, সব ধরনের পেনিট্রেশনকে ধর্ষণের অন্তর্ভুক্ত করা। ধর্ষণের মামলা নিয়ে তা দূর করা। ভুক্তভোগী ও সাক্ষীকে সুরক্ষা দিতে ২০১১ সালে পর্যালোচিত সাক্ষী সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করা। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী সীমা আক্তার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ব্যর্থ হচ্ছে। আগে আমাদের শত্রু ছিল আওয়ামী লীগ। কিন্তু এখন শত্রু কে, জানি না। রাজধানীর বেইলি রোডে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। দুপুরে তাদের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এর আগে রবিবার রাত ১টা ১০ মিনিটে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকার বিভিন্ন হলে হলে গিয়ে মিছিল করে পরে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ১২টা ৫ থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ শেষে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতীকী গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা।