‘ভারত সার্ক সম্মেলন করতে আগ্রহী নয় এবং সার্ক গোষ্ঠী পুনরুজ্জীবিত করতেও আগ্রহী নয়।’ গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
জয়সোয়াল জানান, সার্ক বিষয়ে ওমানের মাসকাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকের সময় কথা হয়। জয়সোয়াল বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাই সার্কের বিষয়টি সামনে আনেন। তখন তাকে বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসবাদের ঘটনা উদ্বেগজনক। এমন অবস্থায় উপদেষ্টাদের নিজ নিজ ক্ষেত্রে মন দেওয়া উচিত। জয়সোয়াল জানান, কয়েক মাস ধরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অনেক ঘটনা ঘটেছে। সম্প্রতি এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় এ নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে।