চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দুনিয়ার কোনো উদ্দেশ্য নিয়ে চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়নি। পথভোলা মানুষের সঙ্গে আল্লাহকে পরিচয় করিয়ে দিতে মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। দুনিয়ার কোনো উদ্দেশ্য সাধনের জন্য এখানে কেউ এলে তার নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণেরও পরামর্শ দেন তিনি।
গতকাল শুরু হওয়া চরমোনাইর বার্ষিক মাহফিলের উদ্বোধনী বয়ানে তিনি এ নসিহত দেন। মাহফিলে নতুন মুসল্লিদের উদ্দেশে চরমোনাই পীর আরও বলেন, ‘দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে জায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদাসর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিল তরতাজা রেখে আল্লাহর অলি হয়ে চরমোনাই থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নিতে হবে।’
আজ বার্ষিক মাহফিলের আখেরি মোনাজাত হবে সকাল ৮টায়। এরপর মুসল্লিদের বিভিন্ন হালকায় বিভক্ত করে হাতে-কলমে সালাত ও ইসলামের বুনিয়াদি বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে। পরে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন হবে।