বাংলা ভাষা শিখতে সুদূর চীন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে এসেছিলেন চীনা ছাত্রী চাং জিং। গত বছর এক্সচেঞ্জ প্রোগ্রামে তিন মাসের জন্য এসেছিলেন তিনি। গতকাল এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ প্রতিদিনকে ভাষা শেখা ও বাংলাদেশে কাটানো দিনিগুলোর অভিজ্ঞতা জানান চীনের এই শিক্ষার্থী।
চাং জিং বলেন, একটি দেশকে জানার জন্য, দেশের মানুষকে বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে দেশের ভাষা শেখা। আমি বাংলা ভাষা শিখতে চেয়েছিলাম, কারণ এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য বোঝার জন্য ভাষার দক্ষতা প্রয়োজন। বাংলা ভাষায় আমার যাত্রা ছিল স্বল্প সময়ের। তবে এই সময়টাও ছিল খুবই আকর্ষণীয়। বাংলা ভাষা একটু কঠিন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষকরা ভাষা শেখার এই প্রক্রিয়াটি স্পষ্ট এবং সহজে বোধগম্য করে তোলেন। আমি এখনো তাদের শেখানো বিষয়গুলো চর্চা করি।
তিনি বলেন, আমি এখনো বাংলা বলা ও লেখায় দক্ষ হয়ে উঠিনি। তবে আশা করছি শিখতে শিখতে একদিন পারদর্শী হতে পারব। আমি চেষ্টা করছি এ দেশের ইতিহাস সম্পর্কে জানার। আমার বাংলা সাহিত্যও অনেক ভালো লাগে। তাই আমার স্বপ্ন একদিন বাংলা ভাষায় বাংলা সাহিত্য পড়তে পারব।
ভাষা শিখতে এসে বাংলাদেশে থাকার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ। বাংলাদেশের সংস্কৃতি, খাবার এবং প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। আমি চাই বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখতে এবং এ দেশের মানুষ ও সংস্কৃতি নিয়ে আরও ভালোভাবে জানতে।