পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ফলে এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না। গতকাল ডিসি (জেলা প্রশাসক) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন নাগরিকের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ করে।
প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। আমি চোর না ডাকাত সেটা পুলিশ আলাদাভাবে বিচার করবে। আমাকে যে জন্মসনদ দিয়েছেন সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি, নাগরিক হিসেবে পেয়েছি। পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি হয়, এটি বন্ধ করতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের মতো পাসপোর্ট পাওয়া প্রতিটি মানুষের অধিকার। পাসপোর্ট করার ক্ষেত্রে এখন যে পুলিশ ভেরিফিকেশন লাগছে না, এ তথ্য মাঠে-ঘাটে জনসাধারণের মধ্যে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে জন্মসনদ পেতে কেউ যেন ভোগান্তির শিকার না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জন্মসনদ একজন নাগরিকের অবশ্যই প্রাপ্য। যে কোনো বয়সে এবং যে কোনো সময়ে একজন নাগরিক জন্মসনদ চাইতে পারে। তাকে দেওয়ার ব্যবস্থা করতে হবে। জন্মসনদ একজন মানুষের নাগরিকত্বের দালিলিক প্রমাণ। এই জন্মসনদ দিয়েই তার অন্যান্য কাজ করতে হবে। এটা না হলে জাতীয় পরিচয়পত্র হচ্ছে না, পাসপোর্ট হচ্ছে না। জন্মসনদ পেতে কেউ হয়রানির শিকার হচ্ছে কি না সেটা দেখতে হবে।