মিটারের ভাড়ার অতিরিক্ত আদায় করলে মামলা করার যে নির্দেশনা পুলিশকে দেওয়া হয়েছিল, সেই চিঠি সিএনজিচালিত অটোরিকশা চালকদের আন্দোলনের মুখে প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অফিস আদেশে গতকাল তা প্রত্যাহার করা হয়। এর আগে সকাল ৯টায় যাত্রাবাড়ী, রামপুরা, গাবতলী, মিরপুরসহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে অবরোধ করেন অটোচালকরা। এ সময় কর্মস্থলে বের হওয়া নগরবাসী পড়েন চরম দুর্ভোগে। বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের স্বাক্ষর করা একটি চিঠি গত ১০ ফেব্রুয়ারি ঢাকার পুলিশ কমিশনারের দপ্তরে পাঠানো হয়েছিল। ওই চিঠিতে মিটারের অতিরিক্ত ভাড়া আদায় করলে মামলা ও ৫০ হাজার টাকা জরিমানার কথা উল্লেখ করা হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামেন অটোরিকশা চালকরা। গতকাল সকাল থেকে শুরু হয় ধর্মঘট। সাড়ে ৮টা থেকে ঢাকার শনির আখড়া, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, বাসাবো, রামপুরা, কলেজ গেট, আগারগাঁও, মিরপুর, মাজার রোডসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করা হয়। এ সময় ঢাকার গুরুত্বপূর্ণ দুই প্রবেশপথ যাত্রাবাড়ী ও গাবতলী দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সপ্তাহের প্রথম কর্মদিবসে এমন অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হয়। সরেজমিন দেখা যায়, অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ জনসাধারণ ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেরই গন্তব্যে পৌঁছাতে দেরি হয়েছে। গণপরিবহন না পেয়ে অনেকে হেঁটে গন্তব্যে গেছেন। রামপুরায় কথা হয় বেসরকারি চাকরিজীবী তানভির আহমেদের সঙ্গে। তিনি বলেন, ঢাকা এখন দুর্ভোগ আর আন্দোলনের নগরী। কিছু হলেই আন্দোলন।
জানতে চাইলে ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা সিএনজি ড্রাইভারস ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মো. ওমর ফারুক চৌধুরী বলেন, মিটারের ভাড়ার অতিরিক্ত আদায়ের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও মামলা করার বিষয়টি বাতিল দাবিতে এ আন্দোলন। একই সঙ্গে অটোরিকশা মালিকদের বিআরটিএ নির্ধারিত জমার বিষয়টিও বাস্তবায়ন করতে হবে। মিটারবিহীন অটোরিকশাগুলো অপসারণ করতে হবে। নো পার্কিং মামলাসহ সব হয়রানিমূলক কর্মকান্ড থেকে মুক্তি দিতে হবে। এ দাবিগুলো বাস্তবায়নের জন্য বিআরটিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেব। স্মারকলিপি নিয়ে যাওয়ার আগেই সিদ্ধান্ত বদলায় বিআরটিএ। এরপর অবরোধ স্থগিত করেন চালকরা। স্বাভাবিক হয় যান চলাচল।
এদিকে গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ে চালকের ছয় মাসের কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানাসহ সড়ক পরিবহন আইন-২০১৮ থেকে শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমূহ বাতিল বা সংস্কার করতে হবে। বিআরটিএতে ঘাপটি মেরে থাকা হাসিনার দোসরদের প্রত্যাহারসহ ১৩ দফা বাস্তবায়ন করতে হবে। দাবি না মানলে বিআরটিএ ঘেরাও, ধর্মঘটসহ পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।