নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্র নিয়ে পতিত ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবিলার দাবিতে গতকাল বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছে বিএনপি।
সমাবেশে বক্তারা নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে অবিলম্বে সাধারণ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে অর্ন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।
খুলনা : খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিতে বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, মহানগর শাখার আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
সুনামগঞ্জ : সুনামগঞ্জ শহরের পুরাতন বাস স্টেশনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে এবং সদস্য অ্যাডভোকেট আবদুল হক ও অ্যাডভোকেট নূরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় কৃষক দল নেতা আসিনুল হক প্রমুখ।
রংপুর : রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে রংপুর বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব অধ্যাপক ডা. মো. আবদুস সালাম, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, ড্যাব রংপুর মহানগর শাখার আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সদস্যসচিব ডা. শরিফুল ইসলাম প্রমুখ।
লালমনিরহাট : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, আপনারা জনগণের নির্বাচিত সরকার না, দেশ পরিচালনায়ও ব্যর্থ, তাই কোনো ষড়যন্ত্র না করে দ্রুত নির্বাচন দিন। দেশে কোনো পরিবর্তন চোখে পড়ছে না, সবকিছু আগের মতো চলছে। বাজার ব্যবস্থায় সিন্ডিকেট এখনো অব্যাহত, সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি। অন্তর্বর্তী সরকার শুধু সংস্কার নিয়ে ব্যস্ত। গতকাল বিকালে লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলার জনদাবিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে এ জনসমাবেশে আরও বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও অধ্যাপক আমিনুল হক, লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু ইয়াহিয়া ইউনুসসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।