নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ’২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের উদ্যোগে আহতদের সুচিকিৎসা ও রাষ্ট্রীয় পুনর্বাসনের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। তিন ঘণ্টা প্রতীকী অনশনের পর প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না আহতদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
কর্মসূচির আহ্বায়ক রেজাউল কবির রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপি নেতা অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ বক্তব্য দেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকার শহীদ ও আহতদের জন্য একেবারেই কিছু করছে না এমনটি বলব না। তারা করছে, তবে যা করছে তা যথেষ্ট নয়।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি এ দেশ বদলে দেওয়া সম্ভব। মাঝে মাঝে আমাদের মধ্যে বৈষম্য, বৈরিতা, বিভক্তি দেখা যেতে পারে। কিন্তু দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র, স্বাধীনতার প্রশ্নে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।